ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিংড়ায় কৃষককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৯ জুন ২০১৯

নাটোরের সিংড়ায় আছের আলী (৪৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাকুরিয়া শ্মশান ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আছের আলী তাড়াই গ্রামের রবি প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আছের আলী রাতে আর ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পাকুরিয়া শ্মশান ঘাট এলাকায় আছেরের মরদেহ দেখে পুলিশে খবর দেন।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর

আরও পড়ুন