ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নারীকে চাপা দিল ট্রাক

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২১ জুন ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পাথরবোঝাই ট্রাকচাপায় মনোয়ারা খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন ওই গ্রামের আব্দুল মমিনের স্ত্রী।

কয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হেলাল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামলীপাড়া-লাহিড়ী মোহনপুর সড়কের সংস্কার কাজে নিয়োজিত পাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

আরও পড়ুন