৯৯৯- এ ফোন, স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দিল পুলিশ
প্রতীকী ছবি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা বাল্যবিয়ে বন্ধে ৯৯৯-এ ফোন করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিনকে সঙ্গে নিয়ে বিয়ে বন্ধ করে দেয় পুলিশ।
পূর্বধলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ্ আল মোমেন জানান, বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। তবে পুলিশ আসার খবরে পেয়ে বরসহ তার সঙ্গে আসা লোকজন দ্রুত পালিয়ে যায়।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান