ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তার ওপর মাছ বাজার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২২ জুন ২০১৯

ঝিনাইদহের মহেশপুর শহরের মূল রাস্তা দখল করে বসানো হয়েছে মাছ বাজার। এতে করে রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার ওপর মাছ বাজার বসা নিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও গাড়ি চালকদের সঙ্গে মাছ ব্যবসায়ীর মাঝেমধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে।

দেশের প্রাচীন পৌরসভার মধ্যে মহেশপুর একটি। মহেশপুর শহরের জিরো পয়েন্ট থেকে উপজেলা পরিষদ ও যাদবপুর পর্যন্ত প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ বাজার বসায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় যানজট লেগে থাকে। ওই সময় রাস্তার দুই পাশে অনেক যানাহন আটকা পড়ে।

পিকআপ চালক রহিম মিয়া বলেন, একদিকে রাস্তা ভাঙা তার ওপর বসে মাছ বাজার। মাছ বাজারের জন্য রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। গাড়ি হর্ন দিলেও সাইড দিতে চান না মাছ ব্যবসায়ীরা। এজন্য অনেক সময় মাছ ব্যবসায়ীদের সঙ্গে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

Jhenaidah

মুদি ব্যবসায়ী আক্কাস আলী বলেন, রাস্তা দখল করে মাছ বাজার বসার কারণে দোকানের সামনে রিকশা, গাড়ি আসতে পারে না। ক্রেতারা জামেলা মনে করেন। অতিরিক্ত খরচ দিয়ে দোকানে মালামাল আনতে হয়। মাছ ব্যবসায়ীদের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাস্তা থেকে মাছ বাজার সরিয়ে নেয়ার দাবি জানাই।

বাজারে আসা ক্রেতা রেবেকা খাতুন বলেন, মাছ বাজার বসায় এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হয়। হেঁটে যাওয়ার সময় মাছের পানি গায়ে এসে পড়ে কাপড় নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন বলেন, নতুন পৌর ভবনের সামনে কপোতাক্ষ নদের পাশে পৌরসভার নিজ জায়গায় মাছ বাজার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত হাল ম্যাপ প্রকাশ না হওয়ায় ওই স্থানে জরিপ কাজ সম্পন্ন করা যাচ্ছে না। যে কারণে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। মাছ বাজারের কারণে ওই রাস্তায় যানজট থাকা সত্ত্বেও এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না। তবে মাছ বাজার স্থানান্তর করতে একটু সময় লাগবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমকেএইচ

আরও পড়ুন