সাভারে গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত
সাভারে গাড়িচাপায় আল মুসলিস (৬২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাম আল মুসলিস আনলিমা পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে আল মুসলিস তার কর্মস্থল আনলিমা পোশাক কারখানায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। সাভারের উলাইল বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়া থেকে ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে তার বিস্তারিত পরিচয় ও ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
আল-মামুন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন