ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৪ জুন ২০১৯

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার শরৎনগর স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবক মারা যান। ট্রেনটি শরৎনগর স্টেশন অতিক্রম করার পর এর পূর্বপাশে রেল লাইনের মাঝে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি থানাকে অবহিত করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এক জামান/আরএআর/পিআর

আরও পড়ুন