আর ডাক্তারের কাছে যেতে হবে না বাবা-ছেলেকে
প্রতীকী ছবি
রংপুর-ফুলবাড়ী মহাসড়কের মধ্যপাড়া বাজারে কোচ-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের মোস্তাফিজুর রহমান(৫০) ও তার ছেলে সাবলুর রহমান (২৫)।
জানা যায়, ছেলে সাবুল রহমানের মোটরসাইকেলে করে বাবা মোস্তাফিজুর রহমান চিকিৎসার জন্য রংপুরে যাচ্ছিলেন। পথে তারা পার্বতীপুর মধ্যপাড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রেখা এন্টারপ্রাইজের একটি কোচের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাবা-ছেলে রাস্তার উপরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই বাবা মারা যায়। পরে আহত অবস্থায় ছেলে সাবলুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী আটকা, ৪ ঘণ্টা পর রওনা
- ২ সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেলো ১২ দোকান, কোটি টাকার ক্ষতি
- ৩ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ৪ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৫ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ