হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে তরুর অভিনব উদ্যোগ
হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচারণায় বাংলাদেশ ভ্রমণে বের হয়েছেন চকলেট বাইকার নাভিদ ইশতিয়াক তরু। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে তিনি সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান এলাকায় সচেতনতামূলক কর্মসূচি পালন করেন।
আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই- এই স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচিতে চলাকালে রাস্তার বাইক চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করা হয়। এতে মোটরসাইকেল চালক, ট্রাফিক পুলিশ, কলেজ ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় ফুটবল নিয়ে বিভিন্ন কসরত প্রদর্শন করেন গ্রিনিচ রেকর্ডধারী ফুটবলার মাসুদ রানা।

নাভিদ ইশতিয়াক তরু বলেন, প্রত্যেকটা মানুষই দেশের সম্পদ। কোনো প্রাণ যেন অকালে ঝরে না যায় সেই লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি এবং সেই সঙ্গে দেশের সাধারণ জনগণ যারা বাইক চালান তাদেরকে হেলমেট ব্যবহারে উৎসাহ দিচ্ছি। এখনও বাংলাদেশের ৯০ ভাগ বাইকার হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে। আমার লক্ষ্য এটাকে শূন্যতে নামিয়ে আনা।
উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নাভিদ ইশতিয়াক তরুসহ বাংলাদেশের ৬ জন বাইকার প্রথমবারের মতো মোটরসাইকেল চালিয়ে দেশের সবচেয়ে উঁচু কিউকেরাডাং পর্বত চূড়া আরোহণ করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এমএসএইচ/এমএস