স্কুলে যাওয়ার পথে মা-ছেলের করুণ মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন, সাওয়ান বেগম (২২) ও তার ছেলে সাকিব (৮)। তাদের বাড়ি মুকসুদপুরের ভাটপাড় এলাকায়।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওইসময় সাওয়ান বেগম তার ছেলে সাকিবকে মুকসুদপুর কেজি স্কুলে নিয়ে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে খুলনা থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হন।
মুকসুদপুর থানা পুলিশের ওসি মোস্তফা কামাল পাশা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম হুমায়ূন কবীর/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল