নিখোঁজের পরদিন পদ্মার চরে মিলল গৃহবধূর লাশ
ফাইল ছবি
পাবনায় নিখোঁজের একদিন পর পদ্মার চর থেকে ফিরোজা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফিরোজা খাতুন সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ঘোরাদাহ খাঁ পাড়া গ্রামের এলাহী খাঁর স্ত্রী।
সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, শুক্রবার বিকেলে চরে বাদাম কুড়াতে যান গৃহবধূ ফিরোজা খাতুন। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার বিকেলে স্থানীয়রা পদ্মার চরে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
একে জামান/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি