প্রধানমন্ত্রীর ছবিতে কটূক্তি করায় যুবক গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে অশালীন মন্তব্য করায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আবু তালেব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তথ্য-প্রযুক্তি আইনে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু তালেব মহেশপুর উপজেলার কদমতলা গ্রামের মো. হাসান আলীর ছেলে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুল ইসলাম শাহিন জাগো নিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে অশালীন মন্তব্য করে ফেসবুকে প্রচার করার অপরাধে আবু তালেবের নামে পুলিশ বাদী হয়ে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করেছে। এই মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে: এ্যানি
- ২ মেহেরপুরে বিএনপির নির্বাচনি অফিসের পাশে মিললো বোমা সদৃশ বস্তু
- ৩ আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ ও শান্তির জন্য: মির্জা ফখরুল
- ৪ বিগত সময়ে তিনটি দল ব্যর্থ হয়েছে, মানুষ এখন পরিবর্তন চায়
- ৫ এবার ২ নম্বরি করার কোনো পদ্ধতি নেই: নির্বাচন কমিশনার আবুল ফজল