হাসপাতালের পলেস্তারা খসে রোগীসহ আহত ২
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের বাথরুমের ছাদের পলেস্তারা খসে পড়ে রোগী শাহজাহান (৫০) ও তার স্ত্রী তাসলিমা বেগম আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, খুমেকের ৭/৮ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা নগরীর লবণচরা এলাকার বাসিন্দা শাহজাহান তার স্ত্রীর সাহায্য নিয়ে বাথরুমে যান। সেখানে বাথরুমের ছাদ খসে তার মাথায় পড়লে তার মাথা ফেটে যায়। এ সময় তার স্ত্রীও আহত হন।
এ বিষয়ে খুমেক হাসপাতালের পরিচাকল ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ জানান, আমি বাইরে আছি। হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আলমগীর হান্নান/আরএআর/এমএস