অবশেষে মারা গেলেন সেই অটোরিকশাচালক
অবশেষে ঢাকায় নেয়ার পথে মারা গেলেন কিশোরগঞ্জের যশোদলে মাদক সেবনে বাধা দেয়ায় হাত-পা ও চোখ বেঁধে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া শামীম নামে সেই অটোরকিশাচালক। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকায় নেয়ার পথে ভৈরবের নিকট মারা যান তিনি। পরে তার মরদেহ কিশোরগঞ্জে ফিরিয়ে নেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় শামীমকে হাত-পা ও চোখ বেঁধে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।
নিহত শামীম ওই গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, বুধবার বাড়ির পাশে একটি ফিসারিতে বসে মাদক সেবন করছিল আমাটি গ্রামের জনি, আলামিন, শফিকসহ চার যুবক। এ সময় শামীম বাধা দিলে ওই চার যুবক তাকে মারপিট করে।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে শামীম শহর থেকে বাড়ি ফেরার পথে জনি, আল আমিন ও শফিক তাকে ধরে নিয়ে যায় আমাটি গ্রামের কাছে একটি ফিসারিতে। এ সময় তাকে মারপিট করে হাত, পা ও চোখ বেঁধে গায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়।
দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, অপরাধীদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।
## মাদক সেবনে বাধা দেয়ায় অটোচালককে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা
নূর মোহাম্মদ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের