সরাইলে অস্ত্র ও ছুরিসহ ডাকাত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্র ও ছুরিসহ উজ্জল (২৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে সাতটায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের গোনাউড়া কবরস্থানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল উপজেলার বড় গোনাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে উজ্জলসহ তার তিন সহযোগী অস্ত্র ও ছোরা নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে উপজেলার গোনাউড়া কবরস্থানের পাশে অবস্থান নেন। এসময় সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতার করেন। তবে উজ্জলের বাকি তিন সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে উজ্জলের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছুরি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃত উজ্জলের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় সরাইল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ