ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবাসিক হোটেল থেকে কিশোরীসহ আটক ৫

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৯ জুলাই ২০১৯

অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা শহরের দুটি আবাসিক হোটেল থেকে এক কিশোরীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরের খুলনা রোড মোড় এলাকায় অবস্থিত আবাসিক হোটেল পদ্মা ও হোটেল রয়েল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার আব্দুল ওহাব মোড়লের ছেলে আবু সুফিয়ান (২৬), শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের আব্দুর রউফ গাজীর ছেলে সার্ব্বির হোসেন (২০), সদরের মাটিয়াডাঙ্গা গ্রামের ছেলে তরিকুল ইসলাম (৪০), পাটকেলঘাটা থানার জুসখোলা গ্রামের নূর ইসলাম সরদারের মেয়ে সুমী খাতুনসহ (১৬) পাঁচজন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আবাসিক হোটেলে অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

আরও পড়ুন