ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে রাস্তা সংস্কারের দাবিতে চলছে পরিবহন ধর্মঘট

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০১:৩০ পিএম, ১১ জুলাই ২০১৯

জয়পুরহাট থেকে বগুড়ার মোকামতলা, দুপচাচিয়া, আক্কেলপুর, দিনাজপুরের হিলি স্থলবন্দর এবং আন্তঃজেলার বিভিন্ন রাস্তা সংস্কারের দাবিতে জয়পুরহাটে মালিক-শ্রমিকদের ডাকে চলছে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট । এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক-শ্রমিকরা জানান, জয়পুরহাট থেকে বগুড়ার মোকামতলা, আক্কেলপুর, দুপচাচিয়া, দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ পার্শ্ববর্তী চার জেলার হাজার হাজার ভারী পরিবহন চলে এসব রাস্তা দিয়ে। রাস্তাগুলোর পিচ-খোয়া উঠে বিভিন্ন স্থানে খানা-খন্দক সৃষ্টি হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সেই সঙ্গে আইনি ঝামেলায় পড়তে হচ্ছে তাদের।

জয়পুরহাটে রাস্তা সংস্কারের দাবিতে চলছে পরিবহন ধর্মঘট

এছাড়া চলাচল অযোগ্য এসব রাস্তার কারণে গন্তব্যে পৌঁছাতে দেরী হওয়াসহ জ্বালানি খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে। পাশাপাশি রাস্তা খারাপ হওয়ায় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ প্রায়ই নষ্ট বা ভেঙে যাচ্ছে। এতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন পরিবহন মালিকরা। তাই রাস্তাগুলোর আশু সংস্কার ও মেরামতের দাবিতে জয়পুরহাট থেকে দূরপাল্লা ও আঞ্চলিক রুটে বাস-ট্রাকসহ সকল পরিবহন চলাচল বন্ধ রেখে আজ (বৃহস্পতিবার) সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছেন তারা।

এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হঠাৎ ডাকা পরিবহন ধর্মঘটে গন্তব্যে পৌঁছাতে পারছেন না রোগীসহ সাধারণ যাত্রীরা। রিকশা-অটোরিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের।

জয়পুরহাটে রাস্তা সংস্কারের দাবিতে চলছে পরিবহন ধর্মঘট

উল্লেখ্য, মহাসড়কের জয়পুরহাট-মোকামতলা অংশের প্রায় ৩৭ কিলোমিটার প্রশস্ত করতে মোট ১৯৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া জয়পুরহাট–আক্কেলপুরের ৩৫ কি. মি. অংশের জন্য ৬৬ কোটি টাকা এবং জেলা সড়কের বিভিন্ন অংশে মোট ২০ কি. মি. সংস্কারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের এবং পুরাতন পিচ ঢালাই তুলে বালু খোয়া ও পাথর দিয়ে ভরাট করে দীর্ঘদিন ধরে কাজ শেষ না হওয়ায় যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এ অঞ্চলের মানুষ।

রাশেদুজ্জামান/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন