ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৫ জুলাই ২০১৯

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাকচাপায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ (৫৫) নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন আল আজাদ জেলার দেলদুয়ার উপজেলার এলাসীন ছানবাড়ি এলাকার বাসিন্দা। তিনি সখীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, আলাউদ্দিন আল আজাদ হেঁটে আশেরপুর বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি তাকে চাপা দিয়ে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরএআর/পিআর

আরও পড়ুন