ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিকিৎসককে মারধর, গ্রেফতারের পর একজনের স্বীকারোক্তি

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৭ জুলাই ২০১৯

বরগুনা জেনারেল হাসপাতালে এক কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ বুধবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি চিকিৎসককে মারধরের বিষয়টি স্বীকার করে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

চিকিৎসককে মারধর করা অভিযুক্ত এই যুবকের নাম সজল হাওলাদার। তিনি বরগুনা সদর উপজেলার দক্ষিণ আজিজাবাদ এলাকার হযরত আলী হাওলাদারের ছেলে। স্বীকারোক্তি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বরগুনা বাজার থেকে সজলকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠালে সজল স্বেচ্ছায় চিকিৎসককে মারধরের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ১৯ জুন রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবদুল্লাহ নামে এক কিশোরের মৃত্যুতে কর্তব্যরত চিকিৎসক মো. মশিউর রহমানকে মারধর করেন সজল হাওলাদারসহ কয়েকজন। পরে এ ঘটনায় ২১ জুন রাতে ভুক্তভোগী ওই চিকিৎসক বাদী হয়ে বরগুনা সদর থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত চারজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। মামলার দিনই এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাগর নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/পিআর

আরও পড়ুন