ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়িতে গিয়ে সাংবাদিককে হুমকি দিলেন পৌরসভার সার্ভেয়ার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৮ জুলাই ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভেয়ার মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে এক সাংবাদিকের বড়িতে গিয়ে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ইফতেয়ার রিফাত নামে ওই সাংবাদিক তার জীবনের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

ইফতেয়ার রিফাত জাতীয় নিউজ ও ফটো এজেন্সি ‘বাংলার চোখ’এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

জিডি সূত্রে জানা গেছে, পৌরসভায় মাস্টাররোলে কর্মরত সার্ভেয়ার মো. মাহবুবুর রহমানের নানা দুর্নীতি-অনিয়ম নিয়ে প্রতিবেদন তৈরির জন্য বিভিন্ন সূত্র থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে থাকেন সাংবাদিক রিফাত। বিষয়টি টের পেয়ে মাহবুবুর বুধবার বিকেলে শহরের কান্দিপাড়ায় রিফাতের বাড়িতে গিয়ে হুমকি ও ভয়ভীতি দেখান। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক রিফাত।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সার্ভেয়ার মো. মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জাগো নিউজকে বলেন, জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

আরও পড়ুন