বর-কনে নিহত : সেই রেলক্রসিং পেল দুই সিগন্যালম্যান
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতকান্দি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ১১ জন নিহতের পর ঘটনাস্থলে অবশেষে দুইজন সিগন্যালম্যান নিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিগন্যালম্যান বিপ্লব কুমার দাস (৩০) এখানে যোগদান করেছেন। শনিবার আরও একজন যোগদান করবেন।
রেল বিভাগের পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) পলাশ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, উল্লাপাড়ার সলপ স্টেশনের অদূরে অরক্ষিত বেতকান্দি রেলক্রসিংয়ে সোমবার সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের বর-কনেসহ ১১ নিহত হন।
এ মর্মান্তিক ঘটনার পর রেল কর্তৃপক্ষ অরক্ষিত বেতকান্দি রেলক্রসিংয়ে দুইজন সিগন্যালম্যান নিযুক্ত করেছেন। আজ থেকেই একজন দায়িত্ব পালন শুরু করছেন।
তিনি আরও বলেন, ওই রেলক্রসিংয়ের রেললাইনের দক্ষিণে উভয়ধারের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে গাছপালা কেটে ফেলা হয়েছে। সেই সঙ্গে রেল বিভাগের গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি কাজও শুরু করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ