আখাউড়ায় পুকুর থেকে ২১২ বোতল হুইস্কি উদ্ধার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে ২১২ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের চাড়াবটগাছ এলাকা থেকে এসব হুইস্কি উদ্ধার করা হয়।
উপজেলার গঙ্গাসাগর বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার করিমুল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাড়াবটগাছ কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জনৈক আব্দুল আলিমের পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় ২১২ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পাচারের জন্য এসব মাদক জড়ো করে রাখা হয়েছিল। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল