কুমারখালীতে যুবকের মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে সাবু (২০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামের একটি কলাবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
তিনি একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের স্বপন মণ্ডলের ছেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল শেখ জাগো নিউজকে জানান, সকালে চাপাইগাছি গ্রামের একটি কলাবাগানে একটি মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নিহতের পরিবার এসে মৃতদেহটি সনাক্ত করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আল-মামুন সাগর/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই