কাশিমপুরে হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড কার্যকর
২০০২ সালে ঢাকার কেরানীগঞ্জে গুলি করে দুইজনকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বুধবার রাত ১০টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
চাঁন মিয়া ওরফে চান্দু মাদারীপুরের শিবচর থানার ৮ নম্বর চর এলাকার মৃত অকিল শিকদারের ছেলে। কেরানীগঞ্জ থানার রহমতপুর এলাকায় থাকতেন তিনি।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁন মিয়া ওরফে চান্দু কেরানীগঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার মামলা নং ৩৭(০২)০২ ধারা ৩০২/৩৪।
তিনি বলেন, মামলার সকল কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে রাত ১০টা ১ মিনিটে তার মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হয়েছে। ২০০৪ সাল থেকে চাঁন মিয়া ওরফে চান্দু এ কারাগারে বন্দি ছিলেন।
উল্লেখ্য, ২০০২ সালের ১৬ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়াকে প্রকাশ্য গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।
মো. আমিনুল ইসলাম/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ