মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার মাথায় মেয়ের মৃত্যু
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মায়ের মৃত্যুর ১২ ঘণ্টা পর মারা গেছেন মেয়ে। শুক্রবার বিকেলে উপজেলার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি আবু নাছের বলেন, শুক্রবার ভোর পাঁচটার দিকে আবুল কাশেম ওরফে ধনু মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৬০) ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মইশাই গ্রামের শ্বশুরবাড়ি থেকে মেয়ে ফেরদৌস আরা (৪০) বাবার বাড়িতে আসেন।
বিকেল ৫টায় জানাজা শেষে মায়ের লাশ দাফন করার আধঘণ্টা পর ফেরদৌস আরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না