ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুর জেলা হাসপাতালে ৩ ডেঙ্গু রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৭ জুলাই ২০১৯

শেরপুর জেলা হাসপাতালে ভর্তি ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়ি শেরপুর আসার পর জেলা হাসপাতালে ভর্তি হলে স্থানীয় পরীক্ষায় এ রোগের পজিটিভ ধরা পড়েছে। এমন তথ্য জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলেন- নকলা উপজেলার ভুর্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মজনু মিয়া, সদর উপজেলার বাঘেরচর গ্রামের বসর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনে এবং শহরের সজবরখিলা এলাকার সচিন সাহার ছেলে রাজন সাহা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভার্তি হলে স্থানীয় চিকিৎসক তাদের প্যাথলজিক পরীক্ষা করান। এতে ৩ জনের শরীরে ডেঙ্গু ফেভার ভাইরাস চিহিৃত করা হয়। তবে হাসপাতালে পুর্ণাঙ্গ ডেঙ্গু শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় শুধুমাত্র ডিভাইসের মাধ্যমে পজিটিভ চিহিৃত করা হয়।

এ বিষয়ে জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. খাইরুর কবির সুমন জানান, কেবলমাত্র ডেঙ্গু শনাক্ত হয়েছে, আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি। দ্রুত ডেঙ্গু রোগীদের জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হবে।

হাকিম বাবুল/এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন