ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় ১১ ডেঙ্গু রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৪:০১ পিএম, ৩১ জুলাই ২০১৯

নওগাঁয় ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। ডেঙ্গুতে আক্রন্তদের মধ্যে আটজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Naogaon-Dengue

আক্রান্তরা হলেন জেলার মহাদেবপুর উপজেলা সদরের মোরশেদ আলী (৩৫), পত্নীতলার জুটুবটি গ্রামের সিহাব উদ্দিন (৩১), সদরের তিলকপুর গ্রামের সুখি বানু (২৩) ও সদরের চকদেবপাড়ার শেখ আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা (৪৫), মহাদেবপুরের মুঘইল গ্রামের ইঞ্জিনিয়ার আতিকুর রহমান (২৫), রানীনগরের আবাদপুকুর গ্রামের কলেজ ছাত্র মেহেদী হাসান (২০), সদর উপজেলার চাকলা কালুপাড়া গ্রামের বিশ্ববিদ্যালয় ছাত্রী সিফাইত জাহান (২০), মান্দার তুরাগবাড়িয়া গ্রামের লাইলী বেগম (৩২) ও নওগাঁ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সবুজের স্ত্রী সাবিহা খাতুন (২২), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সদর উপজেলার চাকলা বক্তারপুর এলাকার সিফাইত জান্নাত তিথিসহ (২২) মোট ১১ জন।

Naogaon-Dengue

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম বলেন, সারাদেশে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। এতদিন হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কোনো যন্ত্র ছিল না। ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে ‘এনএস-১ ডিভাইস’ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা পর ডেঙ্গু পজিটিভ আসা রোগীদের সঠিক চিকিৎসা প্রদান হচ্ছে।

নওগাঁয় শনাক্ত হওয়া ১১ জন রোগীর নয়জনই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নওগাঁয় এসেছেন বলেও জানান তিনি।

আব্বাস আলী/এমবিআর/এমএস

আরও পড়ুন