ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গুজব ও ডেঙ্গু সচেতনতায় শিল্প প্রতিষ্ঠানে গাজীপুর পুলিশ

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০১ আগস্ট ২০১৯

দেশে চলমান গুজব, গণপিটুনি ও ডেঙ্গু বিষয়ে সচেতনতা নিয়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে গাজীপুর জেলা পুলিশ। এরই অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের পর এবার স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা জেলা উপজেলার বিভিন্ন কল-কারখানায় যাচ্ছেন ও শ্রমিকদের সচেতন করছেন।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরআগেও থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, মাইকিং ও বাজারে গিয়ে সচেতন করেছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ভরসা গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের পক্ষে জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কমান্ডার এম. শামসুল আলম মিয়া, মহাব্যবস্থাপক রাহাত হোসেন রনি, পরেশ কান্তি, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) সাইদুর রহমান সাঈদ এবং ভরসা গ্রুপের পক্ষে প্রকল্প ইনচার্জ লুৎফুর রহমান চৌধূরী, এম এ মান্নান, সহকারী ব্যস্থাপক (উৎপাদন) আব্দুল হাই, জ্যেষ্ঠ এইচআর কর্মকর্তা জাকিরুল আলম মোল্লা, উৎপাদন ইনচার্জ আ.না.ম ইকবাল হোসেন, বাকী বিল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Kaliganj-pic-(2)

এছাড়াও উপজেলার হা-মীম ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নাভানা প্লাস্টিক পাইপ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করেন ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) সোহেল রানাসহ থানার উপ-পরিদর্শকরা ।

ওসি আবু বকর মিয়া শ্রমিকদের উদ্দেশে বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে, এ ধরনের গুজব ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে এক শ্রেণির মানুষ। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। ছেলেধরা সন্দেহে অনেকে গণপিটুনির শিকার হচ্ছেন। অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। ছেলেধরা গুজবে কেউ কান দেবেন না। কারও আচরণে ছেলেধরা হিসেবে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করুন।

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ ক্ষেত্রে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে কোনো স্থানে যেন পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

আব্দুর রহমান আরমান/এফএ/এমকেএইচ

আরও পড়ুন