লরির চাপায় শ্রমিক নিহত
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বেসরকারি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের কনটেইনার ডিপোতে লরির চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রাসেল (৩৫)। তিনি নগরীর মধ্যম হালিশহর এলাকার মোজাফফর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জাগো নিউজকে বলেন, কনটেইনার ডিপোতে নতুন আসা কনটেইনার পরীক্ষার সময় দুর্ঘটনাবসত একটি লরি রাসেলকে চাপা দেয়। পরে রাসেলকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ২ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- ৩ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ৪ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৫ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক