‘শিবির’ ধরতে গিয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
শিবিরের গুলিতে আহত হয়েছেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি। এছাড়া মারপিটে আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে সাতক্ষীরা সদরের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সৈয়দ সাদিকুর রহমান সাতক্ষীরা সিবি হাসপাতাল ও ফারাবি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা আজমির হোসেন ফারাবি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে।
সৈয়দ সাদিকুর রহমান বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলার পরিকল্পনা করছে- এমন খবরে পেয়ে আমিসহ ৭-৮ জন ছাত্রলীগকর্মী সেখানে যাই। এ সময় ১৫-২০ জন শিবির ক্যাডার আমাকে লক্ষ্য করে গুলি করে। সেই গুলি ফারাবির পায়ে বিদ্ধ হয়। পরে তারা আমাকে এলোপাতাড়ি মারপিট করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের জন্য অভিযান চলছে। আটককৃত সবাই শিবিরের কর্মী।
আকরামুল ইসলাম/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক