গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৫ ঘর ভস্মিভূত
গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১৫টি ঘর পুড়ে গেছে। সোমবার দুপুরে ওই এলাকার একটি টিনশেডের কলোনিতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জাগো নিউজকে জানান, সোমবার দুপুর ২টার দিকে সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় আহমদ আলী, ফরহাদ আলী ও রিয়াজ আলীর টিনশেডের কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে তাদের ১৫টি ঘর ও ঘরে থাকা কিছু কেমিক্যাল ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আমিনুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ