কসবায় পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ লোকমান হোসেন (২৮) নামে এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে খাড়েরা ইউনিয়নের বুগুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লোকমান উপজেলার কালিকাপুর গ্রামের হুমায়ূন কবিরের ছেলে।
জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাতরা খাড়েরা ইউনিয়নের বুগুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকমানকে ১২ ইঞ্চি লম্বা একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/বিএ