সুনামগঞ্জে ভারতীয় নাগরিকসহ ৩ চোরাকারবারি আটক
সুনামগঞ্জে ভারতীয় নাগরিকসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার ভোররাতে উপজেলার বড়ছড়া শুল্কবন্দর সংলগ্ন বুরঙ্গাছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বুরঙ্গাছড়া গ্রামের মহিবুর রহমান (২৮), কাউসার আহমদ (২৯) এবং ভারতের শিলং জেলার গোমাঘাট থানার বড়ছড়া বস্তির বাসিন্দা জন মারাক (৩০)।
সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, বুধবার ভোররাতে উপজেলার বড়ছড়া শুল্কবন্দর সংলগ্ন বুরঙ্গাছড়া এলাকায় অভিযান চালিযে তাদের আটক করে টেকেরঘাট বিজিবি ক্যাম্পের একটি দল।
বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন জানান, রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসা এক মেট্রিকটন কয়লা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজন ও পালিয়ে যাওয়া রফিকুলসহ মোট চারজনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা করা হয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি