ভারতের ভিসার জন্য কোনো তৃতীয় মানুষের প্রয়োজন নেই
ভারতীয় হাইকমিশনারের সিলেট বিভাগীয় সহকারী কমিশনার এল কৃষ্ণ মূর্তি বলেছেন, বাংলাদেশের মানুষের অভিযোগ যে তারা ভিসা পান না বা ভিসা নিয়ে অনেক জটিলতার মধ্যে পড়েন। অনেক সময় অনেকের ভিসাও নাকি বাতিল হয়ে যায়। যার কারণে অনেকে ভারতীয় হাইকমিশনারকে দোষ দেন।
এছাড়াও বলেন, ভারতীয় এজেন্টরা আপনাদের সঙ্গে প্রতারণা করছে, কিন্তু আমি বলতে চাই ভারতীয় হাইকমিশনারের কোনো এজেন্ট নেই। আপনাদের এসব এজেন্ট থেকে দূরে থাকতে হবে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের একটি স্থানীয় পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী প্রমুখ।
বিশেষ অতিথি’র বক্তব্যে কৃষ্ণমূর্তি আরও বলেন, ভারতের ভিসা পাওয়া কঠিন কিছু না। সঠিক নিয়মে করতে পারলে ভিসা সহজেই পাওয়া যায়। তাছাড়া ভারতীয় হাইকমিশনারের কার্যালয় রয়েছে সেখানে ২৪ ঘণ্টা সার্ভিস পাওয়া যায়। আপনাদের সবকিছু সমস্যা এখানে বলতে পারবেন। আমাদের এখানে কেউ না কেউ রয়েছেন আপনাদের ফোন কল ধরবেন। তাই আমি আবারও বলতে চাই ভারতের ভিসার জন্য কোনো তৃতীয় মানুষের প্রয়োজন নেই।
মোসাইদ রাহাত/এমএএস/এমকেএইচ