ইয়াবাসহ ধরা খেলেন বরগুনা পৌর মেয়রের ছেলে
ছেলে মামুনের সঙ্গে বরগুনা পৌর মেয়র মো. শাহাদাত হোসেন
বরগুনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের ছেলে নাসির আল মামুনকে একশ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
শুক্রবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুনকে গ্রেফতারকারী পল্টন থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর পৌনে একটার দিকে মহানগর নাট্যমঞ্চের সামনে নাসির আল মামুনকে তল্লাশি করেন তিনি। এ সময় মামুনের প্যান্টের পকেট থেকে একশ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার মামুনের বিরুদ্ধে তিনি নিজেই বাদী হয়ে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শনিবার মামুনকে আদালতে পাঠানো হবে।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ