প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ইব্রাহিম সরকার (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ১ নং সেক্টরের ৩শ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সরকার রাজধানী ঢাকার খিলক্ষেত থানার মধ্য কাউলা এলাকার সুজন মিয়ার ছেলে। এ ঘটনায় আরিফ, বাড্ডা থানা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান, জালাল ও আশরাফসহ ছয়জন আহত হয়েছেন।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাঞ্চন থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার পূর্বাচল উপ-শহরের ১ নং সেক্টরের ৩শ ফিট সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইব্রাহিম সরকারের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছেন।
মীর আব্দুল আলিম/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ