এসিডে ঝলসানো নারীর মৃতদেহ উদ্ধার
বগুড়ার গাবতলী-সোনাতলা সড়কের নরুয়ামালা রেলওয়ে সেতুর পাশে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে নারুয়ামালা রেলওয়ে সেতুর পাশে গলায় গামছা পেঁচানো ও এসিডে মুখ ঝলসানো এক মধ্যবয়সী নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, অন্য কোথাও থেকে ওই নারীকে এনে হত্যা করা হতে পারে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবেও জানান তিনি।
লিমন বাসার/এআরএ/আরআাইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ২ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৩ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর
- ৫ জনগণের রায়ে যারা জিততে পারবে না, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে