ছেলের আবদার মেটাতে মোটরসাইকেল কিনে দিয়ে সন্তানহারা বাবা
লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহীম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার সকালে পৌর শহরের জিবি রোডে এ ঘটনা ঘটে।
মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহীম স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। সে পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রবাস ফেরত বাবার কাছে মোটরসাইকেলের আবদার করে ইব্রাহীম। ঠিকমতো চালাতে না পারলেও আবদার রক্ষায় শনিবার বিকেলে তাকে কিনে দেয়া হয় একটি নতুন মোটরসাইকেল। ভোরে সেটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহীম। পরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
সদর থানার ওসি মো. আজিজুর রহমান মিয়া জানান, কলেজ ছাত্র অদক্ষ চালক ছিল। তাছাড়া হেলমেটবিহীন অবস্থায় বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে মারা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর পর পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান