ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৩ ঘণ্টা পর মাদরাসাছাত্রের ভাসমান লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৯ আগস্ট ২০১৯

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদরাসাছাত্র হারুনের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ ঘণ্টা পর সোমবার দুপুর ১টার দিকে স্থানীয়রা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।

পুলিশের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন লালপুর উপজেলার মোহরকয়া এলাকার জাকারিয়ার ছেলে।

ওসি সেলিম রেজা জানান, রোববার দুপুর ২টার দিকে হারুন গোসল করার জন্য মোহরকয়া এলাকায় ইটভাটার পাশে পদ্মা নদীতে নামে এবং এক পর্যায়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা তল্লাশি চালিয়েও গভীর রাত পর্যন্ত তারা কোনো খোঁজ পায়নি।

তিনি আরও জানান, পরে সোমবার দুপুর একটার দিকে ঘটনাস্থলের ৩০০ গজ দূরে ভাটির দিকে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা।

রেজাউল করিম রেজা/এমএমজেড/এমকেএইচ

আরও পড়ুন