হিজবুত তাহরীরের প্রধান সংগঠক আটক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের রাজশাহী বিভাগের প্রধান সংগঠক মাহমুদুর রহমান অভিকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার শহরের তের খাদিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজশাহী জেলা শাখা।
বিকেলে পিবিআই`র অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, শহরের তের খাদিয়ার নিজ বাসা থেকে অভিকে আটক করা হয়। এ সময় অভির বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সাংগঠনিক বই, একটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ও বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করা হয়।
শাহরিয়ার অনতু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি