ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরণ অনশনে কলেজছাত্র

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৮ আগস্ট ২০১৯

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে আমরণ অনশনে বসেছেন সরকারি রাজেন্দ্র কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরাব নাদিম ইতু।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে অনশনে বসেন ইতু। খবর পেয়ে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা দাবি পূরণের আশ্বাস দিয়ে পানি পান করিয়ে আবরাব নাদিম ইতুর অনশন ভাঙান।

আবরাব নাদিম ইতু বলেন, চরভদ্রাসনের ছেলে আমি। উপজেলার চরাঞ্চলসহ সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথা শুধু মুখে মুখেই বলা হয়। উপজেলা হাসপাতালে রয়েছে ডাক্তার সংকট। যারা আছেন তারা নিয়মিত নন, নেই প্যাথলজিস্ট। প্রায় ১৬ বছর ধরে এক্স-রে মেশিন নষ্ট। রয়েছে ব্যাপক দুর্নীতি। মৌখিক আশ্বাসে নয়, এসব সমস্যার বাস্তব সমাধান চাই আমরা।

অনশনের খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা ইতুর দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অনশনে অংশ নেন।

Charbhadrasan

উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতুর যোক্তিক দাবি পূরণে আমরাও তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

এদিকে, স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জানানো হয় প্রশিক্ষণের জন্য ঢাকায় গেছেন তিনি।

এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের খোঁজ করলে প্রধান অফিস সহকারী হায়দার হোসেন বলেন, লিখিতভাবে কোনো চিকিৎসককে হাসপাতালের দায়িত্ব দিয়ে যাননি পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

বিষয়টি জানার পর গাইনি বিভাগের চিকিৎসক রেজওনা শারমীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করে সবার অনশন ভাঙান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী।

বি কে সিকদার সজল/এএম/এমএস

আরও পড়ুন