ভারতে অনুপ্রবেশকালে তিন নাইজেরিয়ানসহ আটক ৫
ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে নাইজেরিয়ার তিন নাগরিকসহ পাঁচজনকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার রাতে উপজেলার কেতরাংগা সীমান্ত এলকা থেকে তাদের আটক করা হয়।
ফেনীস্থ বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেতরাংগা সীমান্তে অভিজান চালায় বিজিবি। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ার নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭) ও ইজিডিগুও (৩৬) এবং বাংলাদেশের মো. সবুর মিয়া (ড্রাইভার) (৩৭) ও মো. ইমাম হোসেনকে (৩৭) আটক ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১৭-৪৭৪০) জব্দ করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তারা ঢাকা থেকে প্রাইভেটকার যোগে ফেনী এসেছে। তাদের কাছ থেকে ২ হাজার ৩০০ ডলার, নগদ ১৭ হাজার ২০০ টাকা, দুটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল পাওয়া যায় বলেও
তিনি আরও জানান, আটককৃত পাঁচজনকে মামলা দায়েরের পর পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রাশেদুল হাসান/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি