এনার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতীকী ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনা পরিবহনের বাসের ধাক্কায় অপু রঞ্জন দেব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকায় ঢাকা-সিলেটে রোডে এ ঘটনা ঘটে।
নিহত অপু ভূনবীর ইউনিয়নের শাষণ এলাকার নগেন্দ্র দেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপু রঞ্জন দেব মোটরসাইকেলে শ্রীমঙ্গল যাওয়ার পথে নোয়াগাঁও এলাকায় ঢাকা থেকে মৌলভীবাজারগামী এনা পরিবনের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের চালক কালু মিয়া (৪০) ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
এফএ/পিআর