ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯

ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণ কাজে সড়কের দু’পাশের জমি সমভাবে অধিগ্রহণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে ভূমি ও দোকান মালিক সংগ্রাম কমিটি।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ভূমি ও দোকান মালিক সংগ্রাম কমিটি আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়।

গোবিন্দগঞ্জ ভূমি ও দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম সেলিম বলেন, ঢাকা-রংপুর মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণকাজে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সড়কের দু’পাশে সমানভাবে ভূমি অধিগ্রহণ না করে সড়কের পশ্চিম পাশের ১৬০ ফিট ভূমি অধিগ্রহণ করেছে সাসেক কর্তৃপক্ষ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। তাই মহাসড়ক অবরোধ করেছি আমরা। সেই সঙ্গে সমভাবে ভূমি অধিগ্রহণের আহ্বান জানাচ্ছি।

জাহিদ খন্দকার/এএম/এমএস

আরও পড়ুন