ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জোৎস্না (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

নিহত জোৎস্না স্থানীয় রেলওয়ে কলোনীর বাসিন্দা শামীম মিয়ার স্ত্রী।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ওই গৃহবধূ রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

আজিজুল সঞ্চয়/এমবিআর/এমএস