গাজীপুরে ট্রাকচাপায় দুই নারী নিহত
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কামরাঙ্গাচালা এলাকার ইউনুছ আলী মুন্সীর স্ত্রী তমিরন বেগম (৫০) ও একই এলাকার বাসিন্দা আছিয়া আক্তার (৩৫)। আছিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, রোববার বিকেলে কোনাবাড়ী থেকে রিকশায় করে ওই দুই নারী মৌচাকের দিকে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক তেলিরচালা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে তারা দুজনেই ঘটনাস্থলে মারা যান। পরে খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সালনা হাইওয়ে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
মো. আমিনুল ইসলাম/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান