ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১১:০০ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৯

লক্ষ্মীপুর পৌর এলাকায় ডাকাত দলের হামলায় আতিক উল্যা (৮৪) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। তিনি পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় । খবর পেয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে ৫-৬ জন মুখোশধারী ডাকাত দরজা ভেঙে বাড়িত ঢুকে আতিক উল্যাসহ তার মেয়ে ও গৃহপরিচারিকার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আতিক উল্যাকে মৃত ও অন্যদের বাঁধা অবস্থায় উদ্ধার করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ডাকাতির ঘটনায় এক গৃহকর্তা নিহত হয়েছেন। এটি দুঃখজনক। তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কাজল কায়েস/এমএমজেড/এমকেএইচ

আরও পড়ুন