যশোরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, এ নিয়ে দাঁড়াল ৭ জন
যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেরুন নেছা (৪০) নামে এক নারী মারা গেছেন। তিনি মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সালামতপুর এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তিনি মারা যান বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।
মেহেরুর নেছার দেবর ইসলাম মেম্বর সাংবাদিকদের জানিয়েছেন, গত ৬ সেপ্টেম্বর তার ভাবি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১০ সেপ্টেম্বর তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। এরপর ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্যে রেফার্ড করেন। ওইদিনই আমরা তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাই। ১১ সেপ্টেম্বর রোগীর অবস্থা কিছুটা ভালো থাকলেও পরদিন ডাক্তাররা তার আশা ছেড়ে দেন এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওই দিনই আমরা সেখান থেকে রোগীকে বাড়ি নিয়ে আসার পথে রাতেই তিনি মারা যান।
মিলন রহমান/এমএএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪