নকিয়া-স্যামসাং মোবাইল কম দামে বিক্রি করছে ২ চীনা নারী
সাভারের আশুলিয়ায় নকল মোবাইল বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই চীনা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নিম্নমানের ৪০টি মোবাইল জব্দ এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে সাভারের নবীনগর-চন্দ্রা মহসড়কের ফুটপাতে মোবাইল বিক্রির সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- চীনের নাগরিক ইয়াং লিজউয়ান (৩২) ও ইক্সাও লিমি (৩৮)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, দুই চীনা নারী নকিয়া-স্যামসাংসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোবাইল নকল করে একই ধরনের মোবাইল তুলনামূলক কম টাকায় বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিল। তাদের কাছ থেকে মোবাইল কিনে প্রতারিত হওয়া ব্যক্তিরা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরবর্তীতের তাদেরকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে আটক করে পুলিশ।
আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিম্নআয়ের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। দামি মোবাইলের অবিকল নকল মোবাইল আসল বলে বিক্রি করতো তারা। তাদের কাছ থেকে ৪০টি মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আল-মামুন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ২ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৩ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৪ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’
- ৫ বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী পার্থ, মনোনয়ন প্রত্যাহার গোলাম নবীর