গলাচিপায় মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি
পটুয়াখালীর গলাচিপায় ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে পড়ে রাবেয়া বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টায় উপজেলার চরবিশ্বাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া চরআগস্তি এলাকার জহিরুল সিকদার স্ত্রী।
চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে রাবেয়া বেগম চরআগস্তির নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল যোগে স্থানীয় বুধবারের বাজারের উদ্দেশে রওনা হন। পথে কাজীরহাট এলাকায় মোটরসাইকেলের পেছন থেকে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গলাচিপা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মামুন হোসেন জানান, দুপুর ১টার দিকে ওই রোগীকে নিয়ে আসার পর দেড়টার দিকে তিনি মারা যান।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমবিআর/জেআইএম