ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারির কারাদণ্ড
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় সোহেল মিয়া (২৫) নামে এক টিকিট কালোবাজারিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর একটায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মৌড়াইল এলাকার ফরিদ মিয়া ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে জানান, দুপুরে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের চারটি টিকিটসহ সোহেল মিয়া নামে এক কালোবাজারিকে আটক করে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযান চলাকালে রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান ও স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ উপস্থিত ছিলেন।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মঞ্চে সস্ত্রীক গান গাইলেন বিএনপির প্রার্থী ফজলুল হক মিলন
- ২ দুই দশক পর ফেনীতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ছাত্রদল নেতাকে অব্যাহতি
- ৪ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে টাঙ্গাইলের জয়
- ৫ ‘হিন্দু ভাইদের দিকে বাঁকা করে তাকালে চোখ উঠাইয়া ফেলাবো’